ইসরাইলের চালানো জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সে সব ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে বহুতল ভবনে। এমন পরিস্থিতিতে মৃত্যু ভয়ে ঘর ছেড়েছেন ইসরাইলের ৮ হাজারেরও বেশি বাসিন্দা। ইসরাইলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিল ইয়েদিওথ আহরোনোথ এই তথ্যের সাথে আরো জানিয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০ হাজার অনুরোধ করা হয়েছে তাদের কাছে।