নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। এ সময় দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে অনেককে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে জানিয়েছেন তানভীর হায়দার।
নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।