কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পাশে যুবলীগ নেতা জাকির হোসেনকে বসা অবস্থায় দেখা যাওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই যাচাই-বাছাই কার্যক্রমে কুমিল্লার ছয়টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই হয়। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
ছবিতে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ সদস্য জাকির হোসেন হাসনাতের পাশে বসে আছেন। এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ২০২২ সালে জাকির হোসেন বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ দৈনিক আমার দেশকে বলেন, জাকির হোসেন আইডিএলসি ব্যাংকের কর্মকর্তা, এর বেশি কিছু তিনি জানেন না।
কুমিল্লা ডিসি অফিসে যুবলীগ নেতার পাশে এনসিপি প্রার্থীর ছবি ভাইরাল, সমালোচনা