সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকারও বার্তা দিয়েছেন তিনি। শনিবার বিকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, কোন এলাকাকে ঘেটো বানানোর চেষ্টা করবেন না। গোপালগঞ্জের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছে। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী করা।’ তিনি বলেন, হাসিনার পরাজয় ছিল নৈতিক, তাই মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ পুরোপুরি বিলোপ না হলেও গণতান্ত্রিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে তা সম্ভব, মন্তব্য করেন তিনি।
হাসিনার পরাজয় ছিল নৈতিক, তাই মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য হওয়া উচিত। গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ পুরোপুরি বিলোপ না হলেও গণতান্ত্রিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে তা সম্ভব: মাহফুজ