যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। পাভেল বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে।