কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৬২ লাখ ৮৭ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কার চর, কবিরাজ বাজার ও চৌদ্দগ্রাম এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে। সীমান্তের আট কিলোমিটার অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল আইনানুগভাবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এই ঘটনাটি সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার নিয়ন্ত্রণে চলমান চ্যালেঞ্জকে নতুনভাবে তুলে ধরেছে। কর্তৃপক্ষ সীমান্ত নিরাপত্তা জোরদার ও কাস্টমসের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।