Web Analytics

কুমিল্লার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে ডিসি মো. আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, মীর আবু সালেহ শামসুদ্দীনকে কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন ডিসি। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান। এর পরপরই বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ফোনে চেয়ারম্যানকে গালাগাল ও নানা হুমকি দেন। পরেরদিন বোর্ডে গিয়ে সহযোগীদের নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। অডিও রেকর্ডে শোনা যায়- গফুর ভূঁইয়া বলেন, ‘আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব। বেয়াদবিরও একটা সীমা আছে।’ আরও বলেন, ‘আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে? আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না, আইন জানি। কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা।’ ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে শামসুদ্দীন সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।

13 Aug 25 1NOJOR.COM

আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব: বিএনপির সাবেক এমপি আবদুল গফুর

Person of Interest

logo
No data found yet!