রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দীন আজাদ সোহেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার প্রার্থিতা স্থানীয় জুলাই আন্দোলনের ছাত্র-জনতা ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা তার অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জুলাই মঞ্চের নেতারা ও উপজেলা বিএনপির কর্মীরা অভিযোগ করেছেন, সোহেল অতীতে সহিংসতা, ভোট কারচুপি ও রাজনৈতিক প্রভাব খাটানোর সঙ্গে জড়িত ছিলেন। তারা দাবি করেন, তার নেতৃত্বে গঠিত লাঠিয়াল বাহিনী বিএনপির অফিসে হামলা চালিয়ে পোস্টার ভাঙচুর করেছে এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তারা তার মনোনয়ন বাতিল ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রামগতি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা জানান, সোহেল এখান থেকে মনোনয়ন ফরম নিলেও তা জেলা কার্যালয়ে জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
লক্ষ্মীপুর-৪ আসনে সোহেলের স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে স্থানীয়দের প্রতিবাদ