ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এটি ছিল ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের অংশ হিসেবে একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা না হলেও, এটি কূটনৈতিক ও রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে।
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে জামায়াত আমীর শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ