শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ছয় উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান। রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারীরা ২০ বল হাতে রেখে ১২৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। অধিনায়ক সালমান আগার নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেছে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৮ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৪০ রান করেন, হাসারাঙ্গা ও আসালাঙ্কা করেন ১৮ করে রান। পাকিস্তানের হয়ে সালমান মির্জা ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ও ম্যাচসেরা শাদাব খান পান দুটি করে উইকেট।
এই জয়ে পাকিস্তান সিরিজে প্রাথমিক সুবিধা পেয়েছে, যা পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কার ওপর চাপ বাড়াবে।
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান