‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।' তবে শফিকুল আলম জানান, এটি সরকারের নয়, ব্যক্তিগত মন্তব্য। তিনি বলেন, গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন– ‘এদেরকে খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে। এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। আরো বলেন, যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।” এই সময় তিনি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলা অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।
বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে: প্রেস সচিব