ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে। সংশোধিত বিধানে ডাকযোগে পাঠানো ব্যালট গণনা ও বাতিলের শর্ত স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা এবং বিচারিক কর্তৃত্ব সম্পর্কেও নতুন বিধান যুক্ত হয়েছে।
আরপিওর ২৭(১০) অনুচ্ছেদ প্রতিস্থাপন ও ৩৭(ক) অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে বলা হয়েছে, ভোটার স্বাক্ষরবিহীন, কোনও প্রতীকে টিক না থাকা বা একাধিক প্রতীকে টিকচিহ্নযুক্ত ব্যালট গণনা হবে না। আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে সংশ্লিষ্ট আসনের ডাক ব্যালটও গণনা থেকে বাদ যাবে। রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ছাড়া ডাক ব্যালট গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, এই পরিবর্তনগুলো স্বচ্ছতা বাড়াতে সহায়ক হলেও বাতিল ব্যালটের সংখ্যা বাড়তে পারে। নির্বাচন কমিশন শিগগিরই নতুন নির্দেশিকা প্রকাশ করবে বলে জানা গেছে।