শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা অভিযোগ করেন, বরখাস্ত সহকারী সংগীত শিক্ষক বিপাশা ইয়াসমিন নানা অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ, সহিংস আচরণ ও রাজনৈতিক প্রভাব খাটানোর সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানটির দাবি, গত বছরের মে মাসে তাকে বরখাস্ত করা হলেও তিনি এখনো প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার, বুলিং ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সালে বিধিবহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপাশা ইয়াসমিনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য, মিথ্যা যৌন হয়রানির অভিযোগ এবং সহকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত ও মানহানিকর ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়।
প্রধান শিক্ষক সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিক তদন্তে বিপাশার অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে এবং তার কর্মকাণ্ড বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।
ঢাকার বিদ্যালয়ে বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও এআই অপব্যবহারের অভিযোগ