উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালোবাসা, সবাইকে নিয়ে চলা, প্রতিজ্ঞা করা এবং ভাবার সময় এসেছে আমাদের। ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখব- হোক না, এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখব। তিনি দেশের তরুণ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা। তোমরা কি ভেবেছ, তোমরা কতটা ক্ষমতাবান, ভাবোনি। ভাবলে মন্ত্রণালয় এতো প্রান্তিক একটা জায়গায় পড়ে থাকত না।
নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ