বৃহস্পতিবার শ্যামপুর থানায় ৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রাসেল মাহমুদ, মো. ইউসুফ, সুজন ও সাইফুল ইসলাম সাব্বির। রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব-১০। আটকৃতদের একজন শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন, স্থানীয় বিএনপি জানিয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।