ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা গুলশান লেক বর্তমানে এক ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। লেকটি পচা পানি ও তীব্র দুর্গন্ধে ভরে উঠেছে, যা আশেপাশের এলাকাবাসী ও অফিসগামীদের জীবনযাত্রাকে কষ্টদায়ক করে তুলেছে। স্থানীয়রা বারবার সিটি করপোরেশনে অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবনগুলো থেকে সরাসরি লেকে স্যুয়েজ প্রবাহিত হওয়ায় জলদূষণ বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ করে লেকটি পরিষ্কার ও দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
গুলশান লেক এখন ময়লা-আবর্জনার গাদায় পরিণত, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও অফিসগামীরা