বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা। বুধবার দুপুর ১২টায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জন্য ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন।