বাম গণতান্ত্রিক জোট পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, খুলনায় গুলি ও রগ কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টাসহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা এসব ঘটনার জন্য সরকারকে দায়ী করে বলেন, সরকার ও উপদেষ্টাদের ভূমিকা দায় এড়ানোর কৌশলে পরিণত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাফাই গাওয়া নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমাল রক্ষায় দৃশ্যমান ভূমিকা গ্রহণ করতে হবে। জোট বলেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মব সন্ত্রাসের বিরুদ্ধে এলাকায় প্রতিরোধ গড়ার আহ্বানও জানানো হয়।
সারা দেশে একের পর এক হামলা-হত্যায় গভীর উদ্বেগ, সরকারের কার্যকর উদ্যোগ নেই: বাম গণতান্ত্রিক জোট