Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, খাতা মূল্যায়নে পক্ষপাত, রাজনৈতিক ট্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা দাড়ি-টুপিওয়ালা শিক্ষার্থীদের ‘শিবির’ বা ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অপমান করেন এবং ইচ্ছামতো কম নম্বর দেন। একাধিক শিক্ষার্থী সাক্ষ্য দিয়ে বলেন, একই উত্তরপত্রে কেউ পূর্ণ নম্বর পেলেও কেউ কম নম্বর পেয়েছেন। অভিযোগকারীরা চার দফা দাবি উত্থাপন করেছেন—অভিযুক্ত শিক্ষক যেন ফাইনাল খাতা মূল্যায়ন না করেন, সব খাতা পুনর্মূল্যায়ন করা হয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো শিক্ষার্থীদের পোশাক বা ব্যাকগ্রাউন্ড নিয়ে মন্তব্য করেননি এবং অভিযোগগুলো ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তদন্তের ঘোষণা দেয়নি।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।