বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে কালোছায়া এসে পড়েছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনিস্টিটিউশনগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মুখোমুখি করার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আলমগীর বলেন, বিএনপিকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।
বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল