বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ করেছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত ৩ ডিসেম্বর এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ড. তাবারক হোসেন যুক্তি দেন যে সেনা কর্মকর্তারা মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছেন এবং খালাস পেলেও পেশাগত ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনে ভার্চুয়াল হাজিরার কোনো বিধান নেই। আদালত আসামিদের সশরীরে হাজিরার নির্দেশ দেয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। আসামিদের অব্যাহতির আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
গুম-নির্যাতন মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ করেছে ট্রাইব্যুনাল