ইমার্জিং এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে পাকিস্তান। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৯৬ রানে ৯ উইকেট হারায়। শেষ জুটিতে আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটি টাই করেন। শেষ বলে জয়ের জন্য দুই রান প্রয়োজন হলেও বাংলাদেশ নিতে পারে মাত্র এক রান, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তান সহজেই সাত রানের লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে। এর আগে পাকিস্তান ২০ ওভারে ১২৬ রানে অলআউট হয়, যেখানে সাদ মাসুদ করেন ৩৮ ও আরাফাত মিনহাস ২৫ রান। বাংলাদেশের হয়ে রিপন নেন তিনটি ও রাকিবুল হাসান দুটি উইকেট। বোলারদের ভালো পারফরম্যান্স সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ আবারও ফাইনালে হেরে যায়। পাকিস্তান ২০১৯ ও ২০২৩ সালের পর এবার তৃতীয়বারের মতো ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।