Web Analytics

রবিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ ফেলে ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেন। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত চলা এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে। পরে শুয়াদী ও মুনসুরাবাদ এলাকা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এদের মধ্যে ৫ জনকে ভাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

16 Nov 25 1NOJOR.COM

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আওয়ামী লীগের অবরোধে ১৪ জন গ্রেফতার

Person of Interest

logo
No data found yet!