মুহাম্মদ উবায়দুল হককে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে অফার লেটার পাঠিয়েও পরে বাতিল করে দেয়। ততক্ষণে উবায়দুল হক অক্সফোর্ডের শিক্ষকতার পদও ছেড়ে দিয়েছেন, ব্র্যাকে চাকরি করবেন বলে। এবার উবায়দুল হক জানালেন, ফের চাকরি পেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে। সেখানে তিনি একাডেমিক অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। জাবের উবায়েদ বলেন, ‘দেশ প্রেমের কারণেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু অফার লেটার বাতিলের কারণ ব্যাখ্যা করেনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি খুবই দুঃখজনক।’ তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে তার এখনকার পদ নতুন, এবং স্বতন্ত্র ভূমিকায়, এছাড়া এটি বিশ্ববিদ্যালয়ে তার তৃতীয় পদ।’