চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করেছে এনসিপি। পথসভায় অংশ নেওয়া এনসিপি নেতা তাসনিম জারা লিখেছেন, ‘রোববার চট্টগ্রামের নয়টি জায়গায় গিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের উদ্বেগ জেনেছি, আর দেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা বলেছি। তবে দিনের দুটি মুহূর্ত আমার মনে গভীর দাগ কেটেছে।’ জারা জানান, ‘প্রথমটি ছিল এক ছোট্ট মেয়ে সুহানাকে ঘিরে। সে এখন ক্লাস ফাইভে পড়ে। হঠাৎ সুহানা আমাকে চিনে ফেলে। বলে উঠল, ‘‘ছাত্রদের দলকে আমি চিনি!’’ কোনো দ্বিধা না করেই সামনে এগিয়ে এসে সেলফি তুলল। আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের, যেখানে সুহানা নির্ভয়ে, নিরাপদে, সম্মানের সঙ্গে আর আনন্দে বড় হতে পারবে।’ দ্বিতীয় ঘটনা সম্পর্কে বলেন, শহীদ ওমরের মায়ের সঙ্গে দেখা হলো বোয়ালখালীতে। তিনি বললেন, তিনি ছেলের মৃত্যু মেনে নিয়েছেন। এটাকে তিনি মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ হিসেবে দেখেন। কিন্তু ওমরের বাবার এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে।' তাসনিম জারা জানান, শহীদ ওমর প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ বিমানে যোগ দেওয়ার! এর আগেই তাকে শহিদী মওত কবুল করতে হয়েছে!
রোববার চট্টগ্রামের নয়টি জায়গায় গিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের উদ্বেগ জেনেছি, আর দেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা বলেছি: তাসনিম জারা