বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকা সফর দুই দেশের চলমান উত্তেজনা প্রশমিত করবে কি না, তা এখনই বলা যাবে না। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়শঙ্করের সফর সংক্ষিপ্ত হলেও তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন এবং এটি একটি ভালো সৌজন্যসূচক পদক্ষেপ, তবে এর মধ্যে রাজনৈতিক অর্থ খোঁজা ঠিক হবে না।
তৌহিদ হোসেন জানান, জয়শঙ্করের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক হয়নি এবং অনুষ্ঠানের পরিবেশে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগও ছিল না। তিনি বলেন, জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য দক্ষিণ এশীয় অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন, যা কূটনৈতিক শিষ্টাচারের অংশ। তাদের মধ্যে হওয়া সংক্ষিপ্ত কথোপকথনে কোনো রাজনৈতিক বিষয় ছিল না।
৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। তৌহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দক্ষিণ এশিয়ায় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন এবং তার জানাজায় আঞ্চলিক নেতাদের অংশগ্রহণ স্বাভাবিক।
জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক নয়, কূটনৈতিক সৌজন্য বললেন তৌহিদ হোসেন