শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট’ বলে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে। সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। আরও বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শেখ হাসিনার ক্ষেত্রে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ