বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধীদলের ওপর নিপীড়ন চালাতে ইসরাইল থেকে আড়িপাতার যন্ত্র কিনেছে। তিনি বিএনপির পক্ষে থেকে নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বলেন, গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না! বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য সারাবিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।