Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরের মূল লক্ষ্য হলো—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা। এর আগে, গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকে দুই পক্ষই ‘গঠনমূলক’ ও ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছে। উভয় পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে। রোম আসন্ন এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হতে পারে। ইরান জোর দিয়ে বলেছে, আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। এদিকে ইউরোপ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তীক্ষ্ণ নজর রাখছে, যেন তাদের স্বার্থ রক্ষা হয়!

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।