ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডিসেম্বরের প্রথমার্ধে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ ও ভাড়াটিয়া-গৃহমালিকদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়নের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে আয়োজিত ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রশাসক জানান, ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে মানা হচ্ছে না। তিনি বলেন, নতুন নির্দেশিকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভূমিকম্প সহনীয়তা ও অন্যান্য নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা হবে। ভাড়াটিয়ারা ইচ্ছামতো বাসায় প্রবেশ বা বাহির হতে পারবেন। ডিএনসিসি ওয়েবসাইটে ভাড়ার চুক্তিপত্রের একটি মান ফরমেট প্রকাশ করবে এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে। এছাড়া, বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স প্রদানের তথ্য ভাড়াটিয়াদের জানাতে হবে, এবং ট্যাক্স বকেয়া থাকলে সংশ্লিষ্ট বাড়িতে সেবা দেওয়া হবে না।
ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি