রাজবাড়ীর ডা. রতন ক্লিনিকে অপারেশনের পর শাহানা খাতুন (৪০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সিজারিয়ান অপারেশনের পর শাহানার নবজাতক ছেলে সুস্থ রয়েছে। তার আরও চারটি কন্যাসন্তান রয়েছে। ডা. রইসুল ইসলামের (রতন) তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনে সহযোগিতা করেন ডা. নিয়ামত উল্লাহ ও ডা. রাবেয়া আক্তার। অপারেশনের পর একলামশিয়া জাতীয় জটিলতা দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। ফরিদপুর মেডিকেলে ট্র্যান্সফার করা হয়। এরপর মারা যান ভুক্তভোগী। সকালে ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনসহ আলোচনায় বসে। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকা দাবি করেন, তবে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের চার লাখ টাকা প্রদান করেন।
রাজবাড়ীতে ডা. রতন ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা