Web Analytics

আন্তর্জাতিক সংস্থা এডুকো বাংলাদেশ ও চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্ম (ক্ল্যাপ) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ৬৬ দশমিক ৬ শতাংশ শিশু শ্রমিক শিল্পকারখানায় কাজ করছে। এছাড়া ৪৪ দশমিক ৪ শতাংশ সেবা খাতে এবং ৩৮ দশমিক ৮ শতাংশ কৃষিখাতে নিয়োজিত। প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুর অধিকাংশই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এবং শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।

রাজধানীতে অনুষ্ঠিত নীতি শেয়ারিং অনুষ্ঠানে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, প্রায় ৩৫ লাখ শিশু বিভিন্ন কাজে যুক্ত, যার মধ্যে এক লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তিনি বলেন, আইন ও আন্তর্জাতিক অঙ্গীকার থাকা সত্ত্বেও অনানুষ্ঠানিক শিশুশ্রম এখনো ব্যাপক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বিশেষজ্ঞরা সর্বজনীন শিশু সুবিধা, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি ও গ্রামীণ জীবিকা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এসব পদক্ষেপ শিশুশ্রম নিরসনে ও সামাজিক সুরক্ষা কাঠামো শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

18 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশে অধিকাংশ শিশু শ্রমিক শিল্পকারখানায়, সামাজিক সুরক্ষা জোরদারের আহ্বান

Person of Interest

logo
No data found yet!