ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যালেন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে ভিপি হিসেবে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করা হয়। রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। তার সম্মানার্থে এ পদে কোনও প্রার্থী দেয়া হয়নি। বাকিসব পদে দেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে, ভিপি পদে লড়বেন আবিদুল, জিএস হামিম ও এজিএস পদে মায়েদ।