নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঋণখেলাপি ইস্যুতে তিনি আগামীকাল রোববার হাইকোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করবেন। শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বাধা দূর হবে বলে তিনি আশাবাদী। মান্না জানান, ২০১০ সালে বগুড়ার শিবগঞ্জে আকাফু কোল্ড স্টোরেজ লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ২২ কোটি টাকার ঋণ নেওয়া হয়, যা পরবর্তীতে তার ব্যবসায়িক অংশীদারের নিয়ন্ত্রণে চলে যায় এবং ঋণ পরিশোধ না হওয়ায় জটিলতা তৈরি হয়।
তিনি বলেন, সুদ ও বিলম্ব মাশুলসহ ঋণের পরিমাণ প্রায় ৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত এক বছরে তিনি প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ইসলামী ব্যাংক ১০ ডিসেম্বর ঋণ পুনঃতফসিল অনুমোদন করে। তবে ২২ ডিসেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে পাওয়া স্থগিতাদেশ পরে রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়। মান্না জানান, ২৯ ডিসেম্বরের মধ্যে ঋণখেলাপি তালিকা থেকে অব্যাহতি পেতে তিনি নতুন করে আদালতে আবেদন করবেন।
তিনি আশা প্রকাশ করেন, আদালতের রায় তার পক্ষে এলে বগুড়া-২, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না।
নির্বাচনের আগে ইসলামী ব্যাংকের ঋণখেলাপি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছেন মান্না