Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না। ২ ডিসেম্বর রাজধানীর শেওড়াপাড়ায় ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত ইনসাফ ও স্বচ্ছতার ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধনী-গরিব সবাই উপকৃত হবে। তিনি আরও জানান, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কিছু চিকিৎসক ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এটি রোগীদের সঙ্গে প্রতারণা। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, একসময় বিদেশি ওষুধের ওপর নির্ভরশীল বাংলাদেশ এখন বহু দেশে নিজস্ব ওষুধ রপ্তানি করছে।

03 Dec 25 1NOJOR.COM

ক্ষমতায় এলে স্বচ্ছ শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

Person of Interest

logo
No data found yet!