Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে কয়লার ব্যবহার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, যার পরিমাণ প্রায় ৮ দশমিক ৮৫ বিলিয়ন টন। সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে কয়লার চাহিদা ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে। শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্তগুলো এই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আইইএ জানায়, বিদ্যুতের বাড়তি চাহিদা ও শিল্পায়নের কারণে চীন ও ভারত বৈশ্বিক কয়লা ব্যবহারের প্রধান চালিকাশক্তি হিসেবে রয়ে গেছে। তবে চীনে ব্যবহার স্থিতিশীল থাকলেও ভারতে বর্ষা মৌসুমে জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় কয়লার ব্যবহার কিছুটা কমেছে। অপরদিকে, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি ও সরকারি সহায়তার কারণে যুক্তরাষ্ট্রে কয়লার চাহিদা বেড়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, কয়লা মানবসৃষ্ট কার্বন নিঃসরণের প্রধান উৎস এবং বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। তবে বিকল্প জ্বালানির সম্প্রসারণের ফলে দশকের শেষ দিকে কয়লার চাহিদা ধীরে ধীরে কমে আসবে বলে আইইএ আশা করছে।

18 Dec 25 1NOJOR.COM

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কয়লা ব্যবহারের পূর্বাভাস দিয়েছে আইইএ

Person of Interest

logo
No data found yet!