ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র সাম্প্রতিক ইনজুরির পর ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি বলেন, মেনিসকাসে চোট পাওয়ার পর গণমাধ্যমে খবর ফাঁস হয়ে যায়, যা নেইমারকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি জানান, ছেলের বাসায় গিয়ে জানতে চান কেমন আছে, তখন নেইমার বলেন, আর নিতে পারছেন না এবং অস্ত্রোপচার করতে চান।
নেইমার সিনিয়র জানান, তিনি ছেলেকে সাহস দেন এবং বলেন, সুস্থ হতে চাইলে অস্ত্রোপচার করুক। পরদিন সকালে নেইমার অনুশীলন শুরু করেন, ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান এবং গোলও করেন। ভক্তরা আশা করছেন, চলতি মাসের শেষ দিকে তিনি মাঠে ফিরবেন এবং ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াই করবেন।
২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাসে চোট পান নেইমার। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেওয়ার পরও ফর্মে ফিরতে পারেননি। গত ২২ ডিসেম্বর ছোটখাটো অস্ত্রোপচারের পর এখন পুনরুদ্ধারের পথে আছেন তিনি।
ইনজুরির পর অবসর ভাবনায় ছিলেন নেইমার, জানালেন তার বাবা