মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে পরশুদিন শিশুটির অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হলেও গতকাল থেকে অবনতি হওয়া শুরু করে। শিশু আছিয়া সিএমএইচে চিকিৎসাধীন।