বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামী ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে ২৪ ডিসেম্বর ঘোষিত তারিখে নির্বাচন সম্পন্নের দাবি জানায় এবং তা না হলে আন্দোলনের হুমকি দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের দীর্ঘসূত্রিতা ও সদিচ্ছার অভাবে নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে। এর আগে ১৮ নভেম্বর তফসিল ঘোষণার পর ভোটের তারিখ নির্ধারিত হলেও দুই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকায় অসঙ্গতির অজুহাতে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। একদিকে শিবির নেতৃত্বাধীন শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন চায়, অন্যদিকে ছাত্রদল নেতৃত্বাধীন অংশ বিলম্বের দাবি জানাচ্ছে। ফলে ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নাও হতে পারে।
বেরোবিতে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের হুমকি