প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। গত মাসে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন ফিল্ডে কাজ করাতে সময় লেগেছে। প্রতিবেদনে রয়েছে ১০০টিরও বেশি সুপারিশ। তবে সুপারিশ কী তা বলেননি। এর আগে গত ৮ অক্টোবর জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।