বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) কে দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান তৈরি করা হবে। পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন হালনাগাদ ও সরকারি জমি পেলে নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। গবেষণা পেটেন্ট ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করে স্বচ্ছতা ও কর্মদক্ষতা বাড়ানো হবে।
বাংলাদেশে ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন