Web Analytics

বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সভায় সর্বসম্মতভাবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ সর্বমোট ৭২টি বিচারকের পদ, ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং ঢাকা জেলার আরো ৪টিসহ সর্বমোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ, ইতোমধ্যে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ, ইতঃপূর্বে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসমূহে যুগ্ম জেলা জজ পদমর্যাদার মধ্যে বিদ্যমান সৃজিত ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদসহ সর্বমোট ২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ২৩২টি পদসমূহের বিপরীতে অবিলম্বে বিচারিক পদের সহায়ক জনবল সৃজন এবং অফিস সরঞ্জামাদি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Card image

Person of Interest

logo
No data found yet!