গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে। তারা যদি ফেরে, তাহলে আবারও গণহত্যা চালাবে। জনগণ আওয়ামী লীগকে আর সেই সুযোগ দেবে না। তাই, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ ও গণহত্যার বিচার করতে হবে। তিনি বলেন, দেশে বারবার গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আত্মদানকারীদের অবদান আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আরো বলেন, নির্যাতন, খুন ও গুম চাই না, আমরা নতুন বাংলাদেশে ক্লিন ইমেজের নেতৃত্ব দেখতে চাই। দেশের মানুষ চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ আর রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না। এছাড়া তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
নির্বাচনের আগে আ.লীগের বিচার নিশ্চিত করতে হবে: রাশেদ খাঁন