বগুড়ার বারপুর এলাকার বগুড়া সিএনজি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর রাতে ডাকাতরা নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ডাকাতি করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকে পালানোর চেষ্টা করে।
সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি জ্যাক গাড়ি, দুটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ছয়টি লোহার পাইপ, শর্টগানের চারটি গুলি, চারটি হাসুয়া, একটি চাকু ও রশি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের মোদাচ্ছের হোসেন (২৯) ও নোয়াখালীর কবিরহাটের ইউসুফ লরি (৪৭)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে সদর ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়ায় ফিলিং স্টেশন ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার