Web Analytics

রাশিয়া শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর উপকণ্ঠে বিমান হামলা চালায়, এতে অন্তত তিনজন নিহত ও ১৩ জন আহত হন বলে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান। হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক ভবনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলায় একজন চিকিৎসক নিহত হন। প্রাথমিক হতাহত তালিকায় ওই চিকিৎসকের নাম নিশ্চিত করা যায়নি।

আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক বাসিন্দাদের সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ বোমারু বিমান আকাশে থাকায় পুরো দেশ ক্ষেপণাস্ত্র হুমকির মুখে রয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে মধ্যরাতের আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো স্থাপনায় আঘাত হানে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সামরিক বাহিনী যাচাই করছে হামলায় পরমাণু অস্ত্র বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে কি না, তবে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করেছিল যে, আগামী কয়েক দিনের মধ্যে গুরুতর বিমান হামলা হতে পারে।

09 Jan 26 1NOJOR.COM

কিয়েভ ও লভিভে রুশ হামলায় তিনজন নিহত, ১৩ জন আহত

Person of Interest

logo
No data found yet!