পাবনার ঈশ্বরদী উপজেলার কামালপুর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) গুলিতে নিহত হয়েছেন। বুধবার সকালে চাচাতো ভাই জহুরুল মোল্লার সঙ্গে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা বলতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে জহুরুল ও তার ছেলে গুলি চালান। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, হত্যাকাণ্ডটি পারিবারিক জমি বিরোধ থেকেই ঘটেছে। থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি স্থানীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বলছে, তদন্তে দেখা হবে ঘটনাটির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না।