পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো সদস্য যাতে মামলা পরিচালনা না করেন, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। সোমবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, এই নৃশংস হত্যার পরও বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে, যা তদন্ত ছাড়াই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র। আইনজীবীরা দ্রুত বিচার দাবি করেছেন এবং পাশাপাশি কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহবান জানান।
সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।