টিকিটের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার পরও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। ফিফা জানিয়েছে, ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা ফিফা ডটকমের মাধ্যমে আবেদন করেছেন। টুর্নামেন্টটি শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই ২০২৬।
ইউরোপীয় সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ অভিযোগ করেছে, ফিফা ‘অত্যধিক’ দামে টিকিট বিক্রি করছে, যা সাধারণ সমর্থকদের জন্য অংশগ্রহণ কঠিন করে তুলছে। তাদের দাবি, কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে। তবুও দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে বিপুল আবেদন এসেছে, বিশেষ করে কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডর থেকে।
ফিফা জানিয়েছে, এই চাহিদা প্রমাণ করে যে আমেরিকা মহাদেশজুড়ে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। র্যান্ডম সিলেকশন ড্র চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত, এবং আবেদন জমা দেওয়ার সময় নির্বাচনের সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না।