একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩ পুরুষ এবং ৪ নারীকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়। অপরদিকে, আজ দুপুর সাড়ে ১২টায় কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া গ্রামের সীমান্তে ৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ী যশোর জেলায়। এরপর, দুপুর ১টার সময় খোসালপুর গ্রামের মাঠের মধ্য হতে ৪ নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।