ঈদের ছুটিতে মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি থেকে পদ্মা সেতু পর্যন্ত পদ্মা পাড়ের বেড়িবাঁধ এলাকাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন প্রাকৃতিক দৃশ্য, নৌকা ভ্রমণ ও নিরিবিলি পরিবেশ উপভোগ করতে। নদীর গর্জন, সূর্যাস্ত ও তাজা মাছের বাজার এ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করছে। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। দিন দিন এই এলাকা ঈদের ছুটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।
ঈদে প্রকৃতির টানে পদ্মা পাড়ে উপচে পড়া ভিড়